রাজীবের জন্য কেন্দ্রীয় ‘জেড ক্যাটাগরি’ নিরাপত্তা

সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। আর মাত্র দু’দিনের মাথায় তিনি পেয়ে গেলেন কেন্দ্রীয় নিরাপত্তা। রীতিমতো জেড ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। সোমবার থেকেই নিরাপত্তা পাচ্ছেন তিনি। শনিবার দিল্লিতে অমিত শাহর হাত ধরেই গেরুয়া পতাকা তুলে নিয়েছিলেন তিনি। এরপর মঙ্গলবার প্রথমবার বিজেপির হয়ে কোনও জনসভায় অংশ নেবেন তিনি। তার আগেই কেন্দ্রীয় নিরাপত্তা পেয়ে যাচ্ছেন রাজীব। 

উল্লেখ্য, বিগত কয়েকমাস ধরেই দলের সঙ্গে আদায় কাঁচকলায় সম্পর্ক ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এরমধ্যে একাধিকবার তিনি দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এই যুব নেতা। এরমধ্যে বেশ কয়েকবার তাঁর সঙ্গে আলোচনায় বসে সমস্যা মেটানোর চেষ্টা করেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয়। প্রথমে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ, এরপর দলের সমস্ত পদ ও বিধায়ক পদেও ইস্তফা দেন রাজীব। পরে তৃণমূলের আরেক যুব নেতা শুভেন্দু অধিকারীর পথ ধরেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। রবিবার ডুমুরজলায় বিজেপির কর্মসূচিতে যোগ দেন তিনি। মঞ্চ থেকেই পুরোনো দল তৃণমূল ও শীর্ষ নেতৃত্বকে তীব্র আক্রমণ করেন রাজীব। মঙ্গলবার বারুইপুরে বিজেপির হয়ে প্রথম সভা করবেন রাজীব। এখন দেখার সেখানে তিনি কি বলেন। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post