মঙ্গলবার বেঙ্গালুরর এফসিকে হারালেই প্লে অফে দৌড়ে বেশ
কিছুটা এগিয়ে যাবে এসসি ইস্টবেঙ্গল। দলের হেড কোচ রবি ফাওলার ম্যাচের আগে
এমনটাই জানালেন। এদিনের ম্যাচ ইস্টবেঙ্গলের কাছে কার্যত নক আউট। প্লে অফে
জায়গা পেতে হলে মঙ্গলবারের ম্যাচ জিততেই হবে ইস্টবেঙ্গলকে। কারণ আগের
ম্যাচে এফসি গোয়ার সঙ্গে ড্র হেরেছে লাল-হলুদ শিবির। অন্যদিকে হায়দরাবাদের
সঙ্গে ড্র করেছে বেঙ্গালুরু। সুনীলের বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে আইএসএলের
প্রথব পর্বের ম্যাচ ১-০ গোলে জিতেছিল ফাওলারের ইস্টবেঙ্গল। মুম্বই ও এটিকে
মোহনবাগান বাদে বাকি দলগুলির পয়েন্টের ব্যবধানও খুব বেশি নেই। তাই আশায়
ইস্টবেঙ্গল কোচ।
গত ম্যাচে গোয়ার বিরুদ্ধে শেষ মিনিট অবধি লড়াই করেছিল
লাল-হলুদ শিবির। লিগ তালিকার দশ নম্বরে থেকেও বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার
আগে সেই লড়াই বজায় রাখছে ব্রাইট এনোবাখারেদের। যদিও সেই ম্যাচে ব্রাইট
এনোবাখার কোন গোল করতে পারেননি। লোন পদ্ধতিতে মুম্বই থেকে দলে এসেছেন
সার্থক গোলই ও সৌরভ দাস। আশা করা যায় এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার।
তাঁদের প্রথম একাদশে রেখেই দল সাজাবেন ফাওলার। কারণ মাঝ মাঠে বেশ দুর্বল
তাঁরা।
তাই ম্যাচ জিতে লিগ টেবিলে নিজেদের অবস্থান ভাল করতে মরিয়া
লাল-হলুদ ব্রিগেড। ১৪ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশ নম্বরে রয়েছে
এসসি ইস্টবেঙ্গল। অন্যদিকে ১৫ পয়েন্ট পেয়ে লিগের আট নম্বরে রয়েছে
বেঙ্গালুরু এফসি।
Thank You for your important feedback