বুর্জ খলিফার মাথায় কিং খান!

বুর্জ খলিফার মাথায় চড়ে মারপিট করছেন শাহরুখ খান। চমকাবেন না, ‘পাঠান’-এর একটা বেশ বড়সড় অ্যাকশন সিকোয়েন্সের শ্যুটিং হতে পারে বিশ্বের সবচেয়ে উঁচু  এই বিল্ডিংটিতে। অন্তত বলি পাড়ায় তেমনটাই গুঞ্জন। বুর্জ খলিফার সঙ্গে শাহরুখের সম্পর্ক বেশ পুরনো। ২০২০ তে কিং খানের ৫৫ তম জন্মদিনে বুর্জ খলিফায় ফুটে উঠেছিল শাহরুখের একাধিক ছবি। আর এবার দুবাইয়ের বুর্জ খলিফায় শ্যুটিংই হতে চলেছে কামব্যাক সিনেমা পাঠানের অন্যতম আকর্ষণ। আর এই খবর সামনে আসতেই উচ্ছসিত বাদশার ফ্যানরা। তবে এখানেই শেষ নয় চমক রয়েছে অারও। পাঠানে ক্যামিও চরিত্রে নজরে দেখা যেতে পারে ‘ভাইজান’কে। একটি অ্যাকশন সিকোয়েন্সে সলমান ও শাহরুখ, বলিউডের দুই সুপারস্টারকে একসঙ্গে দেখার সুযোগ রয়েছে দর্শকদের।
মুম্বইতে শ্যুটিং শেষ করে গোটা পাঠান টিম পাড়ি দিয়েছে দুবাইতে। ইতিমধ্যে শ্যুটিং শুরুও করে দিয়েছেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সম্প্রতি দুবাই থেকেই শ্যুটিংয়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন একজন অনুরাগী। এরআগে মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রটোকলে টম ক্রুজ ও ফিউরিয়াস ৭-এ ভিন ডিজেল, ডোয়েন জনসন, পল ওয়াকার-দের  দেখা গেছে বুর্জ খলিফায় শ্যুটিং করতে। আর কিং খানের পাঠান-ই হবে এই অাইকনিক বিল্ডিংয়ে শ্যুট হওয়া বলিউডের প্রথম সিনেমা। তবে শুধু এখানেই নয় নাসা, ডিসকভারি চ্যানেলের অফিস, মাদাম তুসো-তেও হতে পারে কিছু কিছু অংশের শ্যুটিং। এর আগে অবশ্য স্বদেশ-এর সময় নাসা, যব তক হ্যায় জান-এ ডিসকভারি চ্যানেলের হেডকোয়ার্টার, ফ্যান সিনেমার শ্যুটিং হয়েছিল মাদাম তুসোতে। তবে এবার এই ৪ জায়গায় একসঙ্গে পাঠান-এর শ্যুটিং হতে চলেছে। শাহরুখ ছাড়াও সিনেমায় অাছেন দীপিকা পাড়ুকোন, জন অাব্রাহাম। সবকিছু ঠিক থাকলে ২০২১-এ দিওয়ালিতে মুক্তি পেতে পারে পাঠান।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.