ফাওলারের শাস্তিঃ অসন্তুষ্ট ইস্টবেঙ্গল চিঠি প্রফুল প্যাটেলকে

এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচে চতুর্থ রেফারিকে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগে শাস্তি হয় রবি ফাওলারের। এসসি ইস্টবেঙ্গলের কোচকে চার ম্যাচের নির্বাসন এবং ৫ লাখ টাকা জরিমানা করেছিল ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি। এবার এই শাস্তির এক্তিয়ার নিয়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেলকে চিঠি দিল ক্লাব কর্তৃপক্ষ। তবে চিঠিতে রবি ফাওলারের শাস্তি কমানো নিয়ে কোন আবেদন করা হয়নি ক্লাবের তরফে।   

সূত্রের খবর, ক্লাবের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার মৌখিকভাবে এই বিষয়ে অলোচনা করেছিলেন শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান উষানাথ বন্দোপাধ্যায়ের সঙ্গে। তবে খুব বেশি লাভ হয়নি তাতে। ফাওলারের শাস্তি কমানোর বিষয় কোনও আবেদন করা না হলেও তাঁর প্রতি শৃঙ্খলারক্ষা কমিটির মনোভাব ও আচরণ নিয়ে খুশি নন ক্লাব কর্তৃপক্ষ। সে বিষয়ে ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেলকে চিঠি দিয়েছে বলে ক্লাব সূত্রে জানা গিয়েছে। মূলত যে দুটি বিষয় চিঠিতে উল্লেখ করা হয়েছে সেগুলি হল, ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি চেয়ারম্যান পদে উষানাথ বন্দেপাধ্যায়ের থাকার যোগ্যতা আছে কিনা। এবং দ্বিতীয়ত, এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ কমিশনার যে রিপোর্ট পেশ করেছিলেন, তাঁর ম্যাচ পরিচালনা করার আদৌ যোগ্যতা আছে কিনা। এখন দেখার আইএসএলে নবাগত দলের অভিযোগ কতটা গুরুত্ব দিয়ে দেখেন ফেডারেশনের সর্বময় কর্তা। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.