তেন্ডুলকার-কুক ট্রফির নামে খেলুক ভারত-ইংল্যান্ডঃ পানেসর

অস্ট্রেলিয়া বনাম ভারতের টেস্ট টুর্নামেন্ট, গাভাসকার বর্ডারের নামে খেলা হয়ে থাকে, তেমন ইংল্যান্ড ভারতের টেস্ট সিরিজের নাম হোক তেন্ডুলকার-কুক ট্রফি, টুইট করে জানালেন প্রাক্তন ইংলিশ স্পিনার মন্টি পানেসর। এই শিখ খেলোয়াড় ইংল্যান্ডে জন্মেছেন এবং খেলেছেন। তিনি যুক্তি দিয়ে বলেন, তেন্ডুলকার ভারতের হয়ে সর্বাধিক রান করেছেন তেমনি এলিস্টার কুক করেছেন ইংল্যান্ডের হয়ে। তার এই টুইট দেখে মিশ্র প্রতিক্রিয়া হয়েছে নেট দুনিয়ায়। কেউ লিখেছে তেন্ডুলকার এবং কুক একই প্রতিভার খেলোয়াড় নন কাজেই দুটি নাম একসাথে আসবে কেন ? কেউ বলছে, বরং টুর্নামেন্টের নাম হোক পানেসার-কুম্বলে ট্রফি। কিন্তু বেশির ভাগ মানুষের ইচ্ছা টুর্নামেন্টের নাম হোক কপিল-বোথাম ট্রফি, কারণ এরা দুজনই সর্বকালের শ্রেষ্ঠ অলরাউন্ডার। তর্ক চলছে কিন্তু দুই দেশের কর্তারা আমল দিচ্ছেন না তাতে।      

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.