রাজ্যে স্কুল খুলতে পারে ১২ ফেব্রুয়ারি, তবে নবম থেকে দ্বাদশ

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে রাজ্যে স্কুল-কলেজ খুলতে পারে। মঙ্গলবার বিকেলে শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলন করে জানালেন, আগামী ১২ ফেব্রুয়ারি থেকে স্বাস্থ্যবিধি অনুযায়ী স্কুলে ক্লাস শুরু করার কথা ভাবা হচ্ছে। তবে প্রত্যেককে ব্যবহার করতে হবে মাস্ক, স্যানিটাইজার। যদিও আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চালু হবে স্কুল। অপরদিকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস চালু নিয়ে বুধবার রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী। সেখানেই কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার দিনক্ষণ ঠিক হতে পারে। এদিন তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় জানান, ১২ ফেব্রুয়ারি থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু হলেও নিচু শ্রেণীর ক্লাস আপাতত চালু হচ্ছে না। করোনা পরিস্থিতি মেনেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন পার্থবাবু। তিনি আরও জানান, বেসরকারি স্কুলের বিষয়ে তাদের উপর তো আমরা জোর করতে পারি না, এটা তাঁদের বিষয়। তবে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে এবং অনুমতি সাপেক্ষে স্কুল খোলাই যেতে পারে। 

অপরদিকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) বোর্ডের তরফে জানানো হয়েছে মে মাসের ৪ তারিখ থেকে শুরু হচ্ছে বোর্ডের পরীক্ষা। সিবিএসসি বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা শেষ হবে ৭ জুন এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হবে ১০ জুন। কোভিড পরিস্থিতির জন্য দীর্ঘদিন ধরেই বন্ধ দেশের বিভিন্ন রাজ্যের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়। যদিও অনলাইনেই ক্লাস চলেছে এই সময়ে। তবুও পড়ুয়া ও অভিবাবকদের দাবি, এতদিন ক্লাস বন্ধ থাকায় সিলেবাসে প্রভাব পড়ছে। উল্লেখ্য, দেশের মধ্যে বেশ কয়েকটি রাজ্যে ইতিমধ্যেই স্কুল চালু হয়ে গিয়েছে। এবার পশ্চিমবঙ্গ সরকারও স্কুল খোলার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিল। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post