অবশেষে মণীশ শুক্লা খুনে গ্রেফতার ‘শার্প শুটার’ অনীশ ঠাকুর

তামিলনাড়ু থেকে গ্রেফতার হল ব্যারাকপুরের বিজেপি নেতা মণীশ শুক্লা খুনে অভিযুক্ত ‘শার্প শুটার’ অনীশ ঠাকুর। তাঁকে তামিলনাড়ু পুলিশ এক ডাকাতির মামলায় গ্রেফতার করেছে। সূত্রের খবর, অনীশকে জেরা করতে খুব শীঘ্রই চেন্নাই উড়ে যাচ্ছে রাজ্য সিআইডি-র একটি বিশেষ দল। তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় নিয়ে আসারও তোড়জোড় চালানো হচ্ছে, যোগাযোগ করা হয়েছে তামিলনাড়ু পুলিশের সঙ্গে। 

সিআইডি সূত্রে জানা যাচ্ছে, মণীশ শুক্লা খুনের ঘটনায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের জেরা করেই উঠে আসে বিহারের কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংয়ের নাম। তিনি আপাতত বিহারের বেউর জেলে বন্দি, তাঁকে ওই জেলে গিয়েই দফায় দফায় জেরা করেছে সিআইডি-র তদন্তকারীরা। এই জেরাতেই উঠে আসে অনীশ ঠাকুরের নাম। সে সুবোধ সিংয়ের আন্তঃরাজ্য ব্যাঙ্ক ডাকাতি চক্রের অন্যতম সদস্য। মূলত, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বাংলা, মহারাষ্ট্র, রাজস্থান ও তামিলনাডু়তে সক্রিয় এই ব্যাঙ্ক ডাকাতি চক্র। এরকমই এক ব্যাঙ্ক ডাকাতির তদন্তে তামিলনাড়ু পুলিশ গ্রেফতার করে অনীশ ঠাকুরকে। তদন্তেই উঠে আসে ব্যারাকপুরে বিজেপি নেতা মণীশ শুক্লাকে খুনের পিছনে শার্প শুটারের ভূমিকায় ছিল এই অনীশ। এরপরই তামিলনাড়ু পুলিশ যোগাযোগ করে লালবাজারের সঙ্গে। সূত্রের খবর, ধৃতকে কলকাতায় আনতে বৃহস্পতিবারই চেন্নাই উড়ে যেতে পারেন সিআইডি-র একটি দল। প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে ভর সন্ধেবেলায় বিটি রোডের ওপর প্রকাশ্যে গুলি করে খুন করা হয়েছিল বিজেপি নেতা মণীশ শুক্লাকে। তিনি টিটাগড় পুরসভার কাউন্সিলর হলেও এলাকায় যথেষ্ট জনপ্রিয় নেতা ছিলেন। 


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.