রাজ্যের রেলপ্রকল্পের জন্য সর্বাধিক বরাদ্দ, টুইটে জানালেন রেলমন্ত্রী

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের নির্ঘন্ট প্রকাশ হতে আর দিন কয়েক বাকি। তার আগেই এবারের রেল বাজেটে রেকর্ড অর্থ বরাদ্দ করা হয়েছে বলে টুইটে দাবি করলেন রেলমন্ত্রী পীযুষ গয়াল। চলতি বাজেটে পশ্চিমবঙ্গের জন্য মেট্রো সহ রেলের বিভিন্ন প্রকল্পের জন্য কত টাকা বরাদ্দ করা হয়েছে তার খতিয়ান দিয়ে টুইট করেন রেলমন্ত্রী। বৃহস্পতিবারই তিনি টুইট করে লেখেন, ‘ভারতীয় রেলের ইতিহাসে পশ্চিমবঙ্গের জন্য ঐতিহাসিক বরাদ্দ ঘোষণা করা হয়েছে। ২০২১-২২ সালের মধ্যে ৬ হাজার ৬৩৬ কোটি টাকা খরচ করা হবে। এটা গতবছরের তুলনায় ২৬ শতাংশ বেশি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে বলব ওই সব প্রকল্পের জন্য জমি তৈরি রাখতে যাতে তা দ্রুত শেষ করা যায়’। 

রাজ্যে বিধানসভা ভোটের আগে রেলমন্ত্রীর এই ঘোষণা রাজ্য বিজেপির প্রচারের একটা বড় হাতিয়ার হতে পারে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। রেলমন্ত্রী টুইটে একটি ভিডিও শেয়ার করেন, সেখানে রাজ্য সরকারের উদ্দেশে বলেন, পশ্চিমবঙ্গ সরকারকে জমি দেওয়ার বিষয়টি সহজলভ্য করার বিষয়ে অনুরোধ করব। যাতে রেলওয়ের প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়িত করা যায়। তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে বর্তমানে ৫৩টি প্রকল্পের কাজ চলছে। আর এই নির্মীয়মান প্রকল্পগুলি যাতে তাড়াতাড়ি শেষ করা যায় তার জন্যই এবার বেশি অর্থ বরাদ্দ করেছে অর্থমন্ত্রক। তবে রেলমন্ত্রী এদিন টুইট বার্তায় অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে কয়েকটি প্রকল্পের কাজ আটকে গিয়েছে স্থানীয় সমস্যা ও জমি জটের জন্য। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী মমতাদিদি এবং পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করব জমি সমস্যা সমাধান করার জন্য এবং রেলের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করুন। বাজেটে কোনও কাটছাঁট হবে না’। এর সঙ্গেই তিনি জানান, রাজ্যের ৩৪টি প্রকল্পের জমির সমস্যার জন্য খুব বেশি অর্থ বরাদ্দ করা যায়নি। তবে রাজ্যে ৪,৪৬৩ কিলোমিটার রেললাইনের জন্য এই বাজেটে ৪৮,২৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, আসন্ন ভোটের আগে রাজ্যবাসীকে খুশি করতেই রেলমন্ত্রকের এই উদ্যোগ। 







Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post