করোনা আবহে গত দু মাস শীত যেন অনেকটা চেন্নাইয়ের পিচের মতই খেলছিল। কেউ বুঝে ওঠার আগেই কখনও শীতল কখনও উষ্ণতা ছড়াচ্ছিল খামখেয়ালি আবহাওয়া। কিন্তু ক্যালেন্ডারের হিসাবে এখন বসন্তকাল। সাধারণত এই সময়ে একদিকে যেমন কোকিলের 'কুহু' ধ্বনি শোনা যায়, তেমনই দক্ষিণী বাতাসে থাকে শিরশিরে শীতের অনুভূতি। কিন্তু এখনও সেরকম পরিস্থিতি আসেনি। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার আকাশ মেঘলা থাকবে, বৃষ্টির সম্ভাবনাও রয়েছে রাজ্যের কয়েকটি জেলায়। অবশ্য কলকাতার সঙ্গে সমগ্র দক্ষিণবঙ্গের বাতাবরণ এক নয়। অন্যদিকে উত্তরবঙ্গে এখনও ঠান্ডা রয়েছে বেশ।
শনিবারের সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ ৩০.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টিও হতে পারে। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে দোল পর্যন্ত হালকা ঠান্ডা থাকবে। আপাতত উত্তুরে হওয়া বইবে, এই মেঘলা আবহাওয়া কেটে গেলে দক্ষিণী হওয়া ঢুকতে শুরু করবে দক্ষিণবঙ্গে।
Thank You for your important feedback