ভোটে পেশাদারিত্বের সঙ্গেই কাজ করবে পুলিশঃ সৌমেন মিত্র

বিধানসভা নির্বাচনের আগে কলকাতার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ফের তাঁর কাঁধেই এসেছে। সোমবারই তিনি আনুষ্ঠানিকভাবে কলকাতার পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। তিনি সৌমেন মিত্র, গত বিধানসভা ভোটে তাঁকেই এই দায়িত্ব দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। এবার বিধানসভা ভোটের আগেভাগেই নবান্ন তাঁকেই কলকাতার পুলিশ কমিশনারের পদে বদলি করল। সোমবার দায়িত্ব নিয়েই তিনি জানিয়ে দিলেন, ‘আসন্ন বিধানসভা নির্বাচনে পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে কলকাতা পুলিশ। সব নির্বাচনই চ্যালেঞ্জের। সাইবার অপরাধে বিশেষ নজর দেওয়া হবে। শুধু অপরাধীদের গ্রেফতারই নয়, দ্রুত চার্জশিট এবং মামলার নিস্পত্তির দিকেও গুরুত্ব দেওয়া হবে’। 

পাশাপাশি তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন যা নির্দেশ দেবে, তা নিশ্চয়ই পালন করা হবে। নাগরিকদের জন্য আরও বেশি কাজ করতে হবে। বিশেষ নজর দিতে হবে নারী এবং শিশুদের সুরক্ষায়। পরিবেশের দিকেও খেয়াল রাখতে হবে’। অর্থাৎ তিনি যে বেশ কড়া হাতেই কলকাতার আইনশৃঙ্খলা রক্ষা করবেন সেটাই হাবেভাবে বুঝিয়ে দিলেন এদিন। উল্লেখ্য, বিধানসভা ভোটের আগে রাজীব কুমারকে সরিয়ে এই সৌমেন মিত্রকেই কলকাতার পুলিশ কমিশনারকে বসিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু ভোট মিটতেই তাঁকে সরিয়ে ফের রাজীব কুমারকে এই পদে ফিরিয়ে এনেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন লালবাজারে অনুজ শর্মার হাত থেকে ফুলের স্তবক নিয়েই সিপির চেয়ারে বসলেন সৌমেন মিত্র। প্রসঙ্গত, সম্প্রতি নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় এসে রাজ্যের পুলিশ আধিকারিক এবং কর্মীদের কড়া বার্তা দিয়ে গিয়েছিল। নির্বাচন কমিশনের বার্তা ছিল, আসন্ন বিধানসভা ভোট হিংসামুক্ত রাখতে সমস্ত পদক্ষেপ নেবে কমিশন। প্রয়োজনে পুলিশকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনে কড়া পদক্ষেপ করা হতে পারে। এবার নির্বাচন ঘোষণা হওয়ার আগেই কলকাতা সহ হাওড়া, বিধাননগর এবং ব্যারাকপুরের পুলিশ কমিশনারদের সরিয়ে দিল নবান্ন। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post