খিদে নিয়ে ব্যবসা চলবে না, হুঁশিয়ারি টিকায়েতের

"দেশে খিদে নিয়ে ব্যবসা চলবে না।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের জবাবে কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেন, খিদে নিয়ে ব্যবসা দেশে চলবে না। তিনি আবারও ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি বৈধতার দাবি জানিয়ে বলেন, বিতর্কিত কৃষি বিপণন আইনও বাতিল করতে হবে। রাজ্যসভায় সোমবারই মোদি বলেছেন, ন্যূনতম সহায়ক মূল্য থাকবে। তারই জবাবে টিকায়েত বলেন, যত খিদে বাড়বে, ততই বাড়বে সবজির দাম। খিদে নিয়ে যারা ব্যবসা করছে, তাদের দেশের বাইরে বে করে দেওয়া হবে। যেভাবে দিনে তিন-চারবার বিমানের টিকিটের দাম ওঠানামা করে, সেভাবে ফসলের দাম ঠিক হবে না। 

একদল নতুন লোক বিক্ষোভ দেখাচ্ছেন বলে মোদির মন্তব্যের জবাবে টিকায়েত বলেন, এবার কৃষকরা উঠে এসেছেন। মানুষ কৃষকদের সমর্থন করছেন। ন্যূনতম ফসলের সহায়ক মূল্যের দাবিতে কৃষকরা বিক্ষোভ করছেন কারণ এনিয়ে কোনও আইনই নেই। তার জন্য কম দামে ফসল কিনে ব্যবসায়ীরা লুটপাট চালাচ্ছেন। আন্দোলনরক কৃষকদের জাতপাত ধর্মের ভিত্তিতে ভাগ করা চেষ্টা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেছেন। গোড়ায় দেখানোর চেষ্টা হল এটা পাঞ্জাবের আন্দোলন। তারপর বলা হল শিখদের আন্দোলন, তারপর বলা হল জাঠদের আন্দোলন। এটা বড় বা ছোট কৃষকদের নয়, সবার আন্দোলন। ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে একশোবার একই কথা সরকার বলেছে। যদি তাই হয়, তবে তার আইনি বৈধতা দিচ্ছে না কেন। নজর অন্যদিকে ঘোরাতে চাইছে সরকার। আলোচনায় যেতে তাঁরা রাজি, তবে তা হতে হবে বিধি মেনেই।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post