বিজেপিতে যোগ দিলেন অভিনেত্রী পায়েল সরকার

২০২১-এর বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হচ্ছে বঙ্গভূমি। এরই সঙ্গেই পাল্লা দিয়ে চলছে দলবদল ও যোগদানের পালা। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি টলিউডের মধ্যেও ভোটের আলোড়ন লক্ষ্য করা যাচ্ছে। কখনও অভিনেতা রুদ্রনীল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন তো কখনও একদা ‘বামপন্থী’ সায়নী ঘোষ তৃণমূলে যোগ দিচ্ছেন। বৃহস্পতিবার সকালেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে বিজেপিতে এলেন অভিনেত্রী পায়েল সরকার। উল্লেখ্য, বুধবারই হুগলির সাহাগঞ্জে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক জনসভায় একঝাঁক টলিউড অভিনেতা-অভিনেত্রী তৃণমূলে যোগদান করেছেন। এদের মধ্যে অন্যতম জুন মালিয়া, সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী। পাশাপাশি বাংলার ক্রিকেটার মনোজ তেওয়ারি ও ফুটবল নক্ষত্র সৌমিক দে তৃণমূলের পতাকা হাতে নিয়েছেন। বুধবার বিকেলেই বাংলার ক্রিকেটের আরেক নক্ষত্র অশোক দিন্দা আবার বিজেপিতে যোগদান করেছিলেন। বৃহস্পতিবার আবার বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার হেস্টিংসে বিজেপির নির্বাচনী দফতরে হাজির হয়ে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন। 



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post