কঙ্গনার দুই টুইট মুছে দিল টুইটার

নিয়মভঙ্গের অভিযোগে কঙ্গনা রানাউতের দুটি টুইট মুছে দিয়েছে টুইটার। আন্তর্জাতিক তারকা রিহানা কৃষকদের আন্দোলন সমর্থন করেছিলেন। তাঁর বিরুদ্ধে টুইটে আপত্তিকর ভাষায় মন্তব্য করেছিলেন কঙ্গনা। গায়ক-নায়ক দিলজিৎ দুসানজির টুইটের জবাবে কঙ্গনা তাঁকে খালিস্থানি বলে গালমন্দ করেছিলেন। এরপরই রিপোর্ট করে আপত্তি জানান বহু টুইটার ব্যবহারকারী। তাঁরা কঙ্গনাকে টুইটারে নিষিদ্ধ করার দাবি জানান। গতমাসে কঙ্গনার টুইটা অ্যাকাউন্ট কয়েক ঘণ্টার জন্য বন্ধ করা হয়েছিল। এবার দুই টুইটের জায়গায় লেখা হয়েছে, টুইটারের বিধি ভাঙার জন্য এই টুইট পাওয়া যাবে না।
দিলজিৎ রিহানার উদ্দেশে একটি গান টুইটারে পোস্ট করেন। কঙ্গনা রিহানাকে নিন্দা করার পরদিনই দিলজিৎ এই পোস্টটি করেন। কঙ্গনা লিখেছেন, দিলজিৎ এতেও টাকা কামানোর ছক কষছেন। কবে থেকে এইসব ছক কষছেন? এই ভিডিও বানাতে কম করেও একমাস লাগে। জবাবে দিলজিৎ বলেছেন, সব জায়গায় আপনাকে কথা বলতে হয় কেন? আমি আধঘণ্টায় গান তৈরি করতে পারি। আপনাকে নিয়ে ভিডিও বানাতে ২ মিনিট লাগত। এর আগে কঙ্গনা দিলজিতের নামে ভুয়ো টুইট পোস্ট করেছিলেন।

 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.