হেঁশেলে আগুন, দাম বাড়ল গ্যাসের

২০২১-২২ এর বাজেটে পেট্রোলিয়াম সামগ্রীর দাম নিয়ে কোনও আলোচনা হয়নি যদিও অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়াম সামগ্রীর দাম বাড়লে দেশেও তার প্রতিফলন পড়বে। যদিও বিরোধীদের বক্তব্য, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় পেট্রোলিয়াম সামগ্রীর মূল্য ভারতের তুলনায় ৪০ শতাংশ কম। তাঁদের দাবি করোনা আবহের খরচের টাকা পেট্রোলিয়াম সামগ্রী বিক্রির মাধ্যমে মোদি সরকার বিশাল অর্থ রাজকোষে দিতে পেরেছে। বৃহস্পতিবার যখন ফের মূল্যবৃদ্ধি হল পেট্রল ডিজেলে, তেমনই বাড়ল ভর্তুকিহীন গ্যাসের দাম।
বৃহস্পতিবার এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়ে গেল ২৫ টাকা। আগে দাম ছিল সিলিন্ডার প্রতি ৭২০. ৫০ টাকা, নতুন দাম হল ৭৪৫.৫০ টাকা। এইচ.পি. গ্যাসের ডিলার সুব্রত মহান্তি CN ওয়েবকে জানালেন, এই আচমকা মূল্যবৃদ্ধির দায় আমাদের নিতে হচ্ছে অথচ এই নতুন দামে আমাদের এক পয়সাও লাভ নেই সবটাই যাচ্ছে সরকারের কোষাগারে।  

 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.