উত্তরাখণ্ডে তুষারধসে মৃত বেড়ে দাঁড়াল ৫৩। চামোলির তপোবন সুড়ঙ্গ থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। ওই টানেলে আরও অন্তত ৩৯ শ্রমিক আটকে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ফলে উদ্ধার কাজে গতি আরও বাড়ানো হয়েছে। রবিবার উদ্ধারকারীরা তপোবন বিষ্ণুগড়ের এনটিপিসির ওই সুড়ঙ্গ আরও গভীর ও চওড়ার কাজে হাত দেন। তারপরই উদ্ধার হয় একের পর এক দেহ। সুড়ঙ্গ কেটে গর্ত করা হয়েছে। সেখান দিয়ে ঢোকানো হচ্ছে পাইপ ও ক্যামেরা। এই পাইপ দিয়ে জমে থাকা জল বের করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, যে ৫৩ জনের দেহ বের করা হয়েছে, তাদের ২৪ জনের পরিচয় জানা গিয়েছে। এনটিপিসির দুই কর্মীদের দেহ পাওয়া গিয়েছে, তাদের বাড়ি টেহরি ও দেরাদুনে। গত রবিবার তুষারধসে অলকানন্দা ও ধৌলিগঙ্গা নদীতে প্লাবন আসে। ভেসে যায় দুপারের গ্রাম।
Thank You for your important feedback