বিরাট কোহলির সামনে একাধিক রেকর্ডের হাতছানি। ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ইংল্যান্ডর সঙ্গে ভারতের চার ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজের আগেই একাধিক রেকর্ডের মুখে দাঁড়িয়ে আছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি দেশের মাটিতে ২১টি টেস্ট জিতেছিলেন। তাঁর পিছনেই রয়েছেন কোহলি, এখন অবধি তিনি ২০টি টেস্ট জিতেছেন। সাম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্ট খেলবে ভারত। তার মধ্যে দুটি টেস্ট জিতলেই বিরাট টপকে যাবেন প্রাক্তন অধিনায়ক ধোনির টেস্ট জয়ের রেকর্ডকে। অন্যদিকে, একটি টেস্টে শতরান করলেই কোহলি টপকে যাবেন অজি অধিনায়ক রিকি পন্টিংকে। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ৪১টি শতরান রয়েছে বিরাট এবং পন্টিংয়ের। একটি শতরান করলেই অধিনায়ক হিসেবে সব চেয়ে বেশি শতরানের মালিক হবেন বিরাট কোহলি।
Thank You for your important feedback