তৃণমূলের মতে, বাজেট দিশাহীন, দেশ বিক্রির ছক

বাজেট দিশাহীন। এভাবেই নির্মলা সীতারমনের বাজেটের সমালোচনা করেছে তৃণমূল। তাদের মতে, কেন্দ্রের বাজেট আসলে দেশকে বেচে দেওয়ার বাজেট। তৃণমূলের মুখপাত্র ডেরেক ওব্রায়েন বলেছেন, রেল বিক্রি হয়ে গিয়েছে।  বিমানবন্দর বিক্রি হয়েছে। বন্দর বিক্রি হয়ে গিয়েছে। বিমা, সরকারি শিল্পও বেচে দেওয়া হয়েছে। এই বাজেটে গরিব ও চাষিদের উপেক্ষা করা হয়েছে। এতে ধনীরা আরও ধনবান হবেন। গরিবদের দারিদ্র বাড়বে আরও। কিছুই পায়নি মধ্যবিত্ত। তাঁর দাবি, রাজ্য গ্রামীণ সড়ক নির্মাণে দেশের মধ্যে প্রথম। বাজেটে রাজ্যে ৬২৫ কিলোমিটার রাস্তা তৈরির কথা বলা হয়েছে। এই রাজ্যে ৫,১১১ কিলোমিটার নতুন রাস্তা তৈরি হয়েছে। ২০১৯-২০২০ সালে হয়েছে আরও ১১৬৫ কিলোমিটার। 

অন্যদিকে, কংগ্রেসও নির্মলার বাজেটে জিডিপির অধোগতির দিকে কানও নজর নেই বলে সমালোচনা করেছে। অর্থমন্ত্রীর উচিত ছিল, চাহিদা বাড়াতে সরাসরি দুর্বল শ্রেণির হাতে অর্থ জোগানো এবং কর্মসংস্থানে জোর দেওয়া। কংগ্রেস নেতা আনন্দ শর্মা টুইটে এই মন্তব্য করেছেন। মণীশ তিওয়ারিও বাজেটকে হতাশাজনক বলেছেন। এটা জাতীয় সম্পদ বিক্রির ছক। জিডিপি ৩৭ মাস ধরে ক্রমাগত কমছে। সেদিকে কোনও নজর নেই। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.