বাজেটে চাঙা শেয়ারবাজার, বাড়ল সেনসেক্স, নিফটি

বাজেটে খুশি শেয়ারবাজার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সোমবার বাজেট পেশ করার পরেই শেয়ারবাজার তেজি হয়েছে। বেহাল অর্থনীতিতে ধনীদের ওপর কর না বাড়িয়ে বাজার থেকে ধার করার পথে সরকার হাঁটায় তেজিভাব মুম্বইয়ের দালাল স্ট্রিটে। বাজেটের আগেই সেনসেক্স চড়েছিল ২ হাজার পয়েন্ট। দুপুরে সেনসেক্স ১,৬৬০ পয়েন্ট বাড়ে, যা ৩.৬ শতাংশ। নিফটি প্রায় ৪৭৪ পয়েন্ট বা ৩.৫ শতাংশ বেড়েছে। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার বলেছেন, বাজেট দেশের সমৃদ্ধির দিকে তাকিয়ে তৈরি হয়েছে। এত আর্থিক উন্নতির হার বাড়বে। 


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.