বিধানসভা নির্বাচনের মধ্যেই চলবে চলতি বছরের আইএসসি ও আইসিএসসি পরীক্ষা

 

 
কাউন্সিল ইতিমধ্যে পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিয়েছে। আগামী ৮ এপ্রিল থেকে শুরু হবে আইএসসি পরীক্ষা। অপরদিকে ৫ মে থেকে শুরু হবে আইসিএসসি পরীক্ষা। করোনা আবহের জেরে দীর্ঘ আটমাস বন্ধ ছিল স্কুলগুলি। তাই করোনা বিধি মাথায় রেখে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। পরীক্ষা শুরুর আগে বেশ কিছু বিধি মেনেই পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। দ্য কাউন্সিল ফর দ্য স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন জানিয়েছে, পরীক্ষা দেওয়ার অন্তত ৫ মিনিট আগে প্রত্যেক পরীক্ষাথীকে নিজের জায়গায় বসতে হবে। এক জায়গায় সবাই মিলে জমায়েত করা যাবেনা। আইএসসি তথা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শুরু হবে ৮ এপ্রিল থেকে চলবে ১৬ জুন পর্যন্ত। অন্যদিকে আইসিএসসি পরীক্ষা শুরু করা হবে ৫ মে থেকে, ৭ জুন পর্যন্ত চলবে পরীক্ষা।। করোনা বিধির একধিক নিয়ম ছাত্র ছাত্রীর পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের মানতে হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বোর্ড। সময়ের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে। মাস্ক ও স্যানিটাইজার ব্যাবহার বাধ্যতামূলক। এক জায়গায় জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এখনও বেশ কয়েকটি রাজ্যে করোনার বাড়বাড়ন্ত রয়েছে। তাই সচেতনতা ও সুরক্ষাবিধি মেনেই বসতে হবে আইএসসি ও আইসিএসি পরীক্ষায়

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post