সকালে হালকা ঠান্ডা থাকলেও বেলায় বাড়বে তাপমাত্রা


 

বুধবার সকাল থেকে মেঘ সরতেই কিছুটা পারদ নেমেছে বাংলায়। তবে আবহাওয়া অফিস জানিয়েছে বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে শহর কলকাতায়।  বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি ছিল বলেই জানিয়েছে আলিপুর হওয়া অফিস। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে প্যাচপ্যাচে গরমভাব বাড়বে বঙ্গে। যদিও  উত্তরবঙ্গে রয়েছে শীতের আমেজ। বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন অবহবিদরা।  

 

হাওয়া অফিস সূত্রের খবর, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, দার্জিলিং,জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পঙ সহ একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সপ্তাহেই বাড়বে তাপমাত্রা। স্বাভাবিকের ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা। সকালের দিকে হালকা শীতের আমেজ থাকবে কিন্তু বেলা বাড়তেই ফের আবার তাপমাত্রা বাড়বে।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post