সোমবার রোড শো করে মনোনয়ন জমা দিলেন টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। তবে এদিনও তাঁকে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন আলিপুর জেলাশাসকের দফতরে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয়। দফতরে ঢোকার আগেই তাঁর গাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূল। বাবুলের অভিযোগ, পুলিশ নিরব দর্শকের ভূমিকায় ছিল সেই সময়। তবে তুমুল বিক্ষোভের মাঝেই বাবুল গাড়ি থেকে নেমে আসেন, এবং তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভিকট্রি চিহ্ন দেখান। পরে বাবুল সংবাদমাধমকে বলেন, ‘টালিগঞ্জে যে দুই ভাইয়ের দাদাগিরি চলে তা উপড়ে ফেলতে দল আমাকে এখানে পাঠিয়েছে। টলি পাড়ায় তৃণমূলকে সমর্থন না করলে কাজ কেড়ে নেওয়া হয়। বিজেপি এর পরির্তন ঘটাবে’। প্রসঙ্গত, দলীয় প্রার্থী তালিকা প্রকাশের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি টালিগঞ্জেও দাঁড়াতে পারেন। এরপরই বিজেপি টালিগঞ্জে প্রার্থী করে আসানসোলের দুবারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়কে। রাজনৈতিক মহলের মতে, মমতাকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতেই এই হেভিওয়েট নেতাকে টালিগঞ্জে প্রার্থী করা হয়েছিল। কিন্তু পরে টালিগঞ্জে অরূপ বিশ্বাসই তৃণমূলের হয়ে মনোনয়ন দাখিল করেন।
মনোনয়ন জমা দেওয়ার আগে বাবুল সুপ্রিয়কে ঘিরে বিক্ষোভ তৃণমূলের
0
March 22, 2021
Tags
Thank You for your important feedback