ঠাকুরবাড়ির বিরুদ্ধে কথা বলছেন গাইঘাটার তৃণমূল প্রার্থীঃ বিস্ফোরক মমতাবালা

গাইঘাটার তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস। এবার তাঁর বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল নেত্রী তথা বনগাঁর প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর। প্রসঙ্গত, গাইঘাটা বিধানসভা কেন্দ্রের মধ্যেই পড়ে মতুয়া ঠাকুরবাড়ি। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে মমতাবালা ঠাকুরের অভিযোগ, মতুয়া ঠাকুরবাড়ির অমর্যাদা করছেন নরোত্তম বিশ্বাস। তাঁর আরও অভিযোগ, ‘নরোত্তম বিশ্বাস আদৌ মতুয়া সম্প্রদায়ের নয়, তিনি প্রচারে বেরিয়ে ঠাকুরবাড়ির নিন্দা করে বেড়াচ্ছেন’। 

 


মমতাবালার দাবি, ‘গাইঘাটার তৃণমূল প্রার্থী প্রচারে বেরিয়ে বলছেন, ঠাকুরবাড়িতে যেতে হবে না। ওখানে কিছু নেই। ঠাকুরবাড়ির বিরুদ্ধে কথা বললেন মানুষের সমর্থন হারাতে পারেন উনি’। পাশাপাশি তিনি এও অভিযোগ করেছেন, নরোত্তম সোনা পাচারের সঙ্গেও যুক্ত ছিলেন। যদিও এই অভিযোগ মানতে চাননি নরোত্তম বিশ্বাস। যদিও তিনি স্বীকার করেছেন মতুয়া ঠাকুরবাড়ির সঙ্গে তাঁর নীতিগত বিরোধ রয়েছে। তবে তিনি এও বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন, তিনি ঠাকুরবাড়ির বিরুদ্ধে কোনও কথা বলেননি। সবমিলিয়ে চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস। এই প্রসঙ্গে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.