একুশের নির্বাচনের আগে সারদা চিটফান্ড মামলায় আরও তৎপর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বঙ্গে তাঁদের তদন্তের মাঝেই তদন্তকারী দল পৌঁছে গেল বাণিজ্যনগরী মুম্বইয়ে। সূত্রের খবর, মুম্বইয়ের ৬টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই। সারদা কাণ্ডে যোগাযোগের জন্যই এই তল্লাশি। সিবিআইয়ের নজরে সেবি-র তিন কর্তা। ওই তিন শীর্ষ কর্তার বাড়ি অফিস মিলিয়ে ৬টি জায়গায় চলছে তল্লাশি অভিযান। সিবিআই সূত্রে খবর, ২০০৯ সাল থেকে ২০১৩ সালের মধ্যে কলকাতায় মার্কেট রেগুলেটারি অফিসে কর্মরত ছিলেন ওই তিন শীর্ষ কর্তা। সারদা কেলেঙ্কারির তদন্তে তাঁদের নাম উঠে এসেছে। উল্লেখ্য, গত কয়েকদিনে সিবিআই এবং ইডি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এবং কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র সহ চিত্রশিল্পী শুভাপ্রসন্নকেও জেরা করেছে।
সারদা তদন্তে নজরে সেবি-র তিন কর্তা, মুম্বইয়ে তল্লাশি সিবিআইয়ের
0
March 22, 2021
Tags
Thank You for your important feedback