বাবা সঞ্জয় কাপুর বলিউডের পরিচিত মুখ হলেও জ্যাঠা অনিল কাপুর বলিউডে একসময়ের সুপারস্টার ছিলেন। এবার সঞ্জয় কন্যা শানায়া কাপুর বলিউডে পা রাখতে চলেছেন। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারেই বলিউডে পা রাখবেন এই স্টারকিড। ফলে জাহ্নবি, সোনম ও অর্জুন কাপুরের পর এই পরিবারের আরও এক প্রজন্ম বলিউডে নিজের ভাগ্য যাচাই করতে চলেছেন। সূত্রের খবর, আগামী জুলাই মাস থেকেই শুরু হবে শুটিং। খবরটি ইনস্টাগ্রামে শেয়ার করে জানিয়েছে ধর্মা প্রোডাকশন। পাশাপাশি শানায়া নিজেও সোশাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন।
স্বভাবতই খুব খুশি শানায়া। সোশাল মিডিয়ায় লিখলেন, ঘুম ভাঙলো দারুণ খুশি নিয়ে। ধর্মা কর্নারস্টোন এজেন্সি পরিবারে যুক্ত হতে পেরে অত্যন্ত খুশি। দারুণ একটা সফরের সূচনা হতে চলেছে। এ বছর জুলাই মাসে আমার আমার প্রথম ছবি শুরু হচ্ছে ধর্মা প্রোডাকশনসের সঙ্গে। অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে আপনাদের দেখানোর জন্য শুটিংয়ের শেষে কী অপেক্ষা করে আছে। সঙ্গে থাকুন। তবে সিনেমার নাম এখনও জানায়নি কোনও পক্ষই, শানায়ার বিপরীতে কে থাকবেন সেটা জানার জন্যও অপেক্ষা করতে হবে।
Thank You for your important feedback