ভোটের ২৪ ঘন্টা আগে পূর্ব মেদিনীপুরের দুই অফিসার বদল


রাত পোহালেই ভোট নন্দীগ্রামে। সেই সঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ বাঁকুড়ার ৩০ আসনে ভোট। এই হাই ভোল্টেজ ভোটের আগে ফের অফিসার বদল করল কমিশন|  এই হাই ভোল্টেজ ভোএই হাই ভোল্টেজ ভোটের আগে ফের অফিসার করল কমিশনএই হাই ভোল্টেজ ভোটের আগে ফের অফিসার করল কমিশন। যদিও কড়া ভোটের দাওয়াই আগেই দিয়েছিল নির্বাচন কমিশন। এবার দ্বিতীয় দফায় ভোটের মাত্র ২৪ ঘন্টা আগে সরিয়ে দেওয়া হল দুই অফিসারকে। অপসারণ করা হয়েছে হলদিয়ার SDPO এবং মহিষাদলের CI-কে। সেই সঙ্গে বালিগঞ্জের রিটার্নিং অফিসারকেও অপসারণ করা হয়েছে। 

হলদিয়ার এসডিপিও বরুণ বৈদ্যের বিরুদ্ধে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী বেশ কয়েকবার অভিযোগ দায়ের করেছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এসডিপিও শাসকদলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং ভোটে কারচুপি করতে তৃণমূলকে সাহায্য করছেন। কমিশন অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নিল। ওই পদে আনা হয়েছে উত্তম মিত্রকে। আর বরুণ বৈদ্য নির্বাচনের কোনও কাজে থাকবে না বলেও জানিয়ে দিয়েছে কমিশন। অপরদিকে মহিষাদলের সার্কেল ইন্সপেক্টর (CI) বিচিত্র বিকাশ রায়কে সরিয়ে দিল কমিশন। তাঁর জায়গায় আনা হল জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ইন্সপেক্টর শীর্ষেন্দু দাসকে। একইভাবে বালিগঞ্জের রিটার্নিং অফিসার অরিন্দম মনিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তিনি ওই পদে প্রায় ১০ বছর ধরে কর্মরত ছিলেন। তাঁর পরিবর্তে তিনজন অফিসারের নাম চেয়ে পাঠিয়েছে কমিশন। আর অরিন্দম মনি নির্বাচনের সঙ্গে কোনওভাবেই যুক্ত হতে পারবেন না বলেও নির্দেশ দিয়েছে কমিশন।

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post