একদিকে দেশ জুড়ে করোনার প্রাদুর্ভাব, যা নিয়মিত ভাবে বাড়ছে তার সঙ্গে ভোট | ভোটে প্রচারকরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছেন, বাইরে থেকে নেতারা আসছেন ফলে প্রশ্ন উঠে আসছে চিকিৎস্যা জগৎ থেকে, ভোটের মধ্যেই সংক্রমণ বেড়ে যাবে না তো ? ২০২০ তে প্রচার মাধমগুলির যে ভূমিকা ছিল আজ তা কোথায় উঠেছে প্রশ্ন | শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য CN পোর্টাল কে জানালেন, ক্রিকেটাররা এক শহর থেকে অন্য শহরে গেল তাঁদের নিভৃতবাসে পাঠানো হয় তবে রাজনীতির মানুষদের নয় কেন ? পাশাপাশি গরম বাড়ছে এই গরমে সর্দি গর্মি হওয়ার সম্ভাবনা প্রবল তারপরও প্রতিদিন দুপুরেই প্রধান দুই পার্টির জনসভা, অসুস্থ হলে দেখবে কে ? বাস্তব সত্যি | দুপুরে সভা না করলে একদিনে তিন চারটি সভাই বা হবে কি করে, প্রশ্ন তৃণমুল এক প্রার্থীর | বুধবারের তাপমান ইতিমধ্যে ৩৮.৯ | এরপরের ভোটের আগে জনসভায় ভিড় কমতে বাধ্য |
Post a Comment
Thank You for your important feedback