দ্বিতীয়বার করোনার ঢেউ আছড়ে পড়ছে দেশে।ভারতে টিকাকরণ প্রক্রিয়া শুরু হলেও সেভাবে তার সুরাহা মিলছেনা বলেই দাবি ওয়াকিবহাল মহলের একাংশের। কোথাও বা টিকা পৌঁছয়নি, কোথাও আবার পর্যন্ত পরিকাঠামোর অভাবে টিকা নষ্ট হচ্ছে। এরমধ্যে প্রশ্ন উঠেছে ভারত করোনা টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা কেন আরোপ করছে না? কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, এখনই টিকা রফতানি বন্ধ করা হবে না। তবে পুরোপুরি টিকা পাঠানোর পরিবর্তে ধাপে ধাপে পাঠাবে ভারত। সূত্র অনুযায়ী ভারত তার নিজস্ব চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে। তাই বিশ্বের বিভিন্ন দেশে করোনার ভারতীয় টিকা একেবারে না পৌঁছলেও ধাপে ধাপে পৌঁছবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা দেওয়ার আন্তর্জাতিক উদ্যোগ ‘কোভ্যাক্স’-এর তরফ থেকে করা একটি ই মেল। সেখানে আশঙ্কা প্রকাশ করা হয়, পৃথিবীর একাধিক দরিদ্র দেশের হাতে ভারতের সেরাম ইনিস্টিটিউটে তৈরি অস্কফোর্ডের টিকা পৌঁছতে দেরি হতে পারে। ভারত থেকে টিকা রফতানির অনুমতি মেলেনি। এদিকে আবার নতুন করে করোনার প্রকোপও বাড়ছে দেশে। ফলে বর্তমান পরিস্থিতি কি হবে, টিকা রফতানি কিভাবে হবে, তা এখনই বোঝা যাচ্ছেনা।
Thank You for your important feedback