আমেরিকায় জাতিবিদ্বেষ রুখতে হবে স্পষ্ট বার্তা বাইডেনের





 

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা মোকাবিলায় বিগত দুমাসে ১০ কোটি মানুষ ভ্যকসিন পেয়েছেন। করোনা ভাইরাসের সাফল্য নিয়ে যেখানে প্রেসিডেন্ট জো বাইডেনের বলার কথা, সেখানে মার্কিন প্রেসিডেন্ট অন্য এক ভাইরাসের কথা বলছেন। সেটা হল জাতিবিদ্বেষ। যা নিয়ে কোনোদিন উচ্চবাচ্য হয়নি। বিগত কয়েকমাসে আমেরিকায় জাতিবিদ্বেষ ভয়ানক আকার ধারণ করেছে। পুলিশের গুলিতে মারায় গিয়েছেন কয়েকজন কৃষ্ণাঙ্গ। যার প্রতিবাদে উত্তাল আমেরিকা। শুক্রবার বাইডেন এমোরি বিশ্ববিদ্যালয় এক সংক্ষিপ্ত বক্তব্যে সেই প্রসঙ্গই তুলে ধরলেন। তিনি বলেন, এশিয়া -আমেরিকানদের বিরুদ্ধে যে বিদ্বেষ চলছে তাতে আমেরিকানরা মেনে নিতে পারছেনা। গত সপ্তাহে আটলান্টার তিনটি ম্যাসাজ পার্লার তথা স্পা-য়ে আট জনকে গুলি করে খুন করেছে ২১ বছরের শ্বেতাঙ্গ যুবক রবার্ট এ লং। তদন্তকারীরা যদিও এর পিছনে অর্থনৈতিক উদ্বেগ ও যৌন আসক্তিকে কারণ হিসেবে চালানোর চেষ্টা করেছে। কিন্তু এর বিরুদ্ধে অনেকেই  প্রতিবাদে সামিল হচ্ছেন। ফলে পরিস্থিতি অন্য আকার ধারণ করছে আমেরিকায়। ফলে বাইডেন জাতিবিদ্বেষ নিয়ে সতর্ক করলেন মার্কিনীদের।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post