রাতে ট্রেনে আর মোবাইল-ল্যাপটপ চার্জ দিতে পারবেন না যাত্রীরা

রাতে সফরকালে কোনও যাত্রীই আর মোবাইল বা ল্যাপটপ চার্জ দিতে পারবেন না। এমনিই সিদ্ধান্ত নিতে চলেছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পশ্চিম রেল দূরপাল্লার ট্রেনগুলিতে এই ব্যবস্থা চালু করতে শুরু করেছে। ট্রেনের কোচগুলিতে লাগানো চার্জিং পয়েন্টগুলোতে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে এবার থেকে। রেল সূত্রের খবর, রাত ১১টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত ওই চার্জিং পয়েন্টগুলোতে বিদ্যুৎ সংযোগ থাকবে না। পশ্চিম রেলের প্রধান জন সংযোগ আধিকারিক (CPRO) সুমিত ঠাকুর সংবাদসংস্থাকে জানিয়েছেন যে, এ ব্যাপারে রেল বোর্ডের সমস্ত জোনগুলিকে নির্দেশ দিয়েছে। আমরা ১৬ মার্চ থেকে তা চালু করে দিয়েছি।

 

 রেল সূত্রে জানা যাচ্ছে, ১০১৪-তে ব্যাঙ্গালোর-হজুর সাহিব নান্দেড় এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনার ঠিক পরেই রেলওয়ের সুরক্ষা কমিটি  রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত চার্জিং পোর্ট বন্ধ রাখার সুপারিশ করেছিল। সেই পুরোনো সুপারিশ এবার কার্যকর করতে চাইছে রেলমন্ত্রক। উল্লেখ্য গত ১৩ মার্চ দেরদুনগামী শতাব্দী এক্সপ্রেসের একটি কোচে আগুন ধরে গিয়েছিল শর্ট সার্কিট থেকে। এরপরই রেলওয়ে বোর্ড সমস্ত জোনের জন্যই এই নির্দেশ জারি করেছে। যদিও অগ্নিকাণ্ড এড়াতে সতর্কতামূলক ব্যবস্থাগুলি সম্পর্কে সচেতন করতে রেল জোনগুলিকে  সাতদিনের প্রচার অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যাত্রীদের বক্তব্য, রাতে মোবাইল চার্জ না দিতে পারলে সমস্যায় পড়বেন অনেকেই। অপরদিকে রেলের বক্তব্য, এখন প্রায় প্রতিটি ট্রেনেই প্রতি আসনে মোবাইল চার্জিং পোর্ট দেওয়া হয়েছে, ফলে অসুবিধা হওয়ার কথা নয়।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.