নন্দীগ্রাম ভূমিপুত্রকেই চায়, বহিরাগতকে নয়, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

 

ভবানীপুর নয়, বরং নন্দীগ্রাম থেকেই ভোটে লড়ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়েই এই ইচ্ছা প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী। তারপর থেকে বিজেপির প্রায় সমস্ত শীর্ষ নেতাই তাঁকে শুধুমাত্র নন্দীগ্রামে দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। নন্দীগ্রামের পদত্যাগী বিধায়ক তথা বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তো সরাসরি চ্যালেঞ্জ দিয়েছিলেন যে তৃণমূল নেত্রীকে হাফ লাখ (৫০ হাজার) ভোটে হারাবেন নন্দীগ্রাম থেকে। এবার সেই চ্যালেঞ্জটাই কার্যত নিলেন তৃণমূল নেত্রী।

 আর কিছুক্ষণের মধ্যেই নন্দীগ্রামের তৃণমূল নেত্রীকে কটাক্ষের সঙ্গেই স্বাগত জানালেন। এদিন শুভেন্দু বললেন, ‘মাননীয়া নন্দীগ্রামে দাঁড়াচ্ছেন, খুব ভাল কথা। ওয়েলকাম। নন্দীগ্রামে মানুষ আওয়াজ তুলেছে মেদিনীপুরের ভূমিপুত্রকে চাই, বহিরাগত নয়। অত সুবিধা এখানে হবে না’। এরপরই শুভেন্দুর হুঁশিয়ারির সুরেই বললেন, ‘আজকে দেখলাম ভবানীপুরে নতুন প্রার্থী দিয়েছে তৃণমূল। মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্র ছেড়ে পালাচ্ছেন কেন?  হেরে যাবেন তো তাই। ওখানে যে ভোটে হারতেন, আমরা তার তিন গুণ ভোটে এখানে (নন্দীগ্রাম) হারাবো’। রাজনৈতিক মহলের মতে লড়াই এবার সেয়ানে সেয়ানে। বিজেপি সূত্রে খবর, শুভেন্দুকেই নন্দীগ্রামে টিকিট দিতে পারে কেন্দ্রীয় নেতৃত্ব।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post