‘মানুষের কাজ করতে হবে’, টিকিট পেয়েই বললেন অদিতি মুন্সি

মিষ্টি চেহারা, সুকন্ঠের অধিকারী হয়ে গানেই মন দিয়েছিলেন অদিতি মুন্সি। বাংলা টেলিভিশনের এক জনপ্রিয় রিয়েলিটি শো তাঁকে পরিচিতি দেয় গোটা বাংলায়। দেখতে দেখতে আধুনিক কীর্তনের সুপারষ্টার হয়ে গেলেন। সোশ্যাল মিডিয়ার যুগ, ইচ্ছা হলেই মানুষ বিশ্ব সংগীতের আধুনিক গান বা মিউজিক হাতের মুঠো ফোনে শুনতেই পারেন। তখন অদিতি গানের তরঙ্গে বাংলার আদি সংগীতকে তুলে ধরতে পারলেন। সেই অদিতি বৃহস্পতিবার যোগ দিলেন তৃণমূলে এবং সাংবাদিকদের অনুরোধে 'দিদি'র প্রিয় গান শোনালেন। শুক্রবার তৃণমূল নেত্রী প্রার্থী তালিকা প্রকাশ করার পর দেখা গেল রাজারহাট-গোপালপুরে টিকিট পেয়ে গেলেন জনপ্রিয় এই গায়িকা।

তিনি প্রার্থী হয়ে CN ওয়েব পোর্টালকে জানালেন, তিনি কংগ্রেস তথা তৃণমূল পরিবারের মেয়ে এবং বিয়েও হয়েছে বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর সঙ্গে। দেবরাজের স্ত্রী হওয়ার সুবাদে কিছু সময়ে তো রাজনীতির সাথেই কাটাতে হয়। তিনি আরও বললেন এবার মানুষের কাজে আমাকেই নামতে হবে। তিনি সাধারণ মেয়ে সাধারণ হয়েই কাজ করতে চান। গায়িকা হওয়ার সুবাদে সাধারণ মানুষের কাছে যেতেই হয়, তাই ভোটের ময়দানে অসুবিধা হবে না বলেই জানালেন অদিতি। শীঘ্রই দলের সঙ্গে কথা বলে প্রচারের কাজও শুরু করে দেবেন ঘরের মেয়ে অদিতি মুন্সি।       

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post