অসুস্থ শরদ পাওয়ার ভর্তি হলেন হাসপাতালে




 অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এনসিপি নেতা শরদ পাওয়ার। আগামী ৩১ মার্চ তাঁর অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি করানো হল। আজ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির তরফে জানানো হয় এমনটাই। গতকাল পেটে ব্যথা অনুভব করায় শরদ পওয়ারকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার পরীক্ষা করে জানান, এনসিপি সুপ্রিমোর গল ব্লাডারে সমস্যা হয়েছে। যে কারণে তাঁকে হাসপাতালে ভরতি হতে হবে। অস্ত্রোপচার করতে হবে। এনসিপি মুখপাত্র নবাব মালিক এদিন একটি বিজ্ঞপ্তিতে জানান, “রবিবার সন্ধেয় পেটে ব্যথা অনুভব করছিলেন শরদ পওয়ার।আহমেদাবাদে ফার্ম হাউসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেছেন। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে কথা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে শাহ নিজেও রবিবার এই সাক্ষাতের কথা অস্বীকার করেননি। তবে আপাতত সমস্ত কর্মসূচি তার বাতিল থাকবে। উল্লেখ্য, বাংলার ভোটে তৃণমূলের সমর্থনে তাঁর প্রচার করতে আসার কথা ছিল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেই ফোন করে তাঁর হয়ে প্রচারের ইচ্ছে প্রকাশ করেছিলেন শরদ পাওয়ার। কিন্তু অসুস্থতার জন্য এখন সেটা আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি হল।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.