ভোটের প্রচারে আম বিক্রি করলেন প্রার্থী


ভোটের বাজারে কতই না রঙ্গ। আগামী ৬ এপ্রিল বিধানসভা ভোট তামিলনাড়ুতে। তার আগে চলছে জোরকদমে প্রচারকাজ। এরইমাঝে সেখানকার এক প্রার্থী একটু অন্যভাবে চালাচ্ছেন তাঁর প্রচার। রীতিমত রাস্তায় দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছে আম বিক্রি করে প্রচার চালাচ্ছেন তিনি। যদিও ২৪০ টি আসনে এক দফাতেই ভোটগ্রহণ হবে তামিলনাড়ুতে। তার আগে চিপক বিধানসভা কেন্দ্রে ত্রিপলিকেন বাজারে আভা কাশালি নামে ওই প্রার্থীকে দেখা গেল আম বিক্রি করতে। আদতে তা ছিল ভোট প্রচার। কিন্তু এভাবে কেন আম বিক্রি? আমের সঙ্গে ভোট প্রচারের কী সম্পর্ক? আসলে তাঁর দলের প্রতীক হল আম। তাই প্রচারে অভিনবত্ব আনতে সাধারণ আমজনতার কাছে আম বিক্রি করাই তাঁর অভিনবত্ব। এখন দেখার এই আম তাঁর ভোটের ফলে মিষ্টত্ব আনতে পারে কিনা
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.