ভোটগ্রহন শেষ, বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৮০ শতাংশ

করোনা আবহে এবার ভোটগ্রহনের সময়সীমা বাড়িয়েছিল নির্বাচন কমিশন। সন্ধ্যে সাড়ে ছটা পর্যন্ত ভোটের সময়সীমা করে কমিশন। কড়া নিরাপত্তায় রাজ্যের পাঁচ জেলার ৩০ আসনে প্রথম দফার ভোটপর্ব শেষ হল কার্যত নির্বিঘ্নেই। যদিও সামান্য কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, এদিন বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যে ভোট পড়েছে ৭৯.৭৯ শতাংশ। তবে এই পরিসংখ্যান আরও বাড়বে। নির্বাচন কমিশনের অ্যাপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বাঁকুড়ায় ভোট পড়েছে ৮০.০৩ শতাংশ। ঝাড়গ্রামে ভোট পড়েছে ৮০.৫৫ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৮০.১৬ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৮২.৪২ শতাংশ ভোট পড়েছে আর পুরুলিয়ায় ভোট পড়েছে ৭৭.১৩ শতাংশ। এবার দেখে নেওয়া যাক, বিধানসভা কেন্দ্র অনুযায়ী বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভোটগ্রহনের হার।


বাঁকুড়া জেলা-

ছাতনা - ৭৮.৬৫%
রায়পুর - ৭২.৪৫%
রানিবাঁধ - ৮৩.২৬%
সালতোড়া - ৮৫.২৫%

ঝাড়গ্রাম জেলা-

বিনপুর- ৮০.০০%
গোপীবল্লভপুর- ৮২.৭০%
ঝাড়গ্রাম- ৮০.৫০%
নয়াগ্রাম- ৭৯.০০%

পশ্চিম মেদিনীপুর জেলা-


দাঁতন - ৮০.৩০%
গড়বেতা- ৮২.৩৭%
কেশিয়ারি- ৭১.৬৩%
খড়্গপুর- ৮৩.২৯%
মেদিনীপুর- ৮১.১৪%
শালবনি- ৮২.০০%

পূর্ব মেদিনীপুর জেলা-


ভগবানপুর- ৮৩.১৬%
এগরা- ৭৮.৫২%
কাঁথি দক্ষিণ- ৮৩.৭৬%
কাঁথি উত্তর- ৮৩.১২%
খেজুরি- ৮৪.৪৩%
পটাশপুর- ৮১.৩০%
রামনগর- ৮৩.২৫%

পুরুলিয়া জেলা—


বাঘমুন্ডি- ৭৮.২২%
বলরামপুর- ৭৭.৫০%
বান্দোয়ান- ৭৯.৮০%
জয়পুর- ৭৫.৩৩%
কাশিপুর- ৭৫.০৬%
মানবাজার-৭৮.১৩%
পারা- ৭৫.১২%
পুরুলিয়া- ৭৫.৩৩%
রঘুনাথপুর- ৭৯.১২%
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post