যমজ সন্তানদের কীভাবে সামলাবে সোলাঙ্কি ?





 

প্রথমা কাদম্বিনী' মেগা ধারাবাহিকে বিনি চরিত্রে দেখা গিয়েছিল সোলাঙ্কি রায়কে। তার বিনি চরিত্রটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে ক্রমে। সেখানে শিশুদের কান্না ঠিক দেখতে পারতেন না বিনি। এবার বাস্তবে অভিনেতা যীশুর যমজ  সন্তানকে দেখে মায়ায় জড়িয়ে পড়লেন অভিনেত্রী সোলাঙ্কি রায়। ভাবছেন তো এ আবার  কি ব্যাপার? যীশুর সঙ্গে সোলাঙ্কির ঠিক কি সম্পর্ক? যীশুর বা জমজ সন্তান হল কবে? ঠিক  এবার বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে সোলাঙ্কি রায়কে। যেখানে নায়ক হিসেবে থাকবে যীশু সেনগুপ্ত। স্যারোগেসির মাধ্যমে দুই যমজ সন্তানের বাবা যীশু এবং সোলাঙ্কি। এবার আসছে উইন্ডোজ প্রোডাকশনের পরবর্তী ছবি 'বাবা বেবি ও’। অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালিত এই ছবিতেই যমজ সন্তানদের সামলাতে দেখা যাবে নায়ক-নায়িকাকে। আগামী ২১ মার্চ অর্থাৎ রবিবার থেকে এই ছবির শুটিং শুরু হল। এই প্রথমবার সোলাঙ্কি বড় পর্দায় অভিনয় করতে চলেছেন। যদিও টলিপাড়ায় শোনা যাচ্ছে, আগামীদিনে  আরও তিনটে ছবিতে অভিনয় করতে দেখা যাবে সোলাঙ্কি রায়কে।
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.