শনিবার রাতেই জাতীয় নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছিল পুর প্রশাসক পদে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বরা থাকতে পারবেন না। এই নির্দেশ আসতেই রবিবার কলকাতা পুরনিগমের মুখ্য প্রশাসক পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম। তবে সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিয়ে কলকাতা পোর্ট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম শনিবার গভীর রাতেই ইস্তফাপত্র পাঠিয়েছেন পুরসচিব খলিল আহমেদের কাছে। আর রবিবার সকালে পদত্যাগ করেছেন অপর দুই তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার এবং অতীন ঘোষও। উল্লেখ্য, নির্দিষ্ট অভিযোগের পর শনিবার রাতেই নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, ২ মে পর্যন্ত কোনও পুরসভায় রাজনৈতিক ব্যক্তিরা প্রশাসক থাকতে পারবেন না। তাঁদের সোমবার সকাল ১১টার মধ্যে তাঁদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই নিজেদের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন পুর প্রশাসকরা।
কমিশনের নির্দেশে কলকাতা পুর প্রশাসকের পদে ইস্তফা দিলেন ফিরহাদ
0
March 21, 2021
Tags
Thank You for your important feedback