ভোট মিটতেই NIA গ্রেফতার করল তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে




 শনিবার  জঙ্গলমহলে প্রথমদফার ভোট মেটার কয়েকঘন্টা পরই NIA-এর জালে ছত্রধর মাহাতো। দীর্ঘ ১১ বছর পর  শনিবার ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লালগড় থানার আমলিয়া গ্রামে নিজের বুথে ভোট দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো।  রবিবার সকালে লালগড় থেকে তাঁকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ২০০৯-এর ১৪ জুন লালগড়ের ধরমপুরে সিপিআইএম নেতা প্রবীর মাহাতো খুন হন। সেই খুনের ঘটনায় ছত্রধর মাহাতোকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের থেকে মুখ সরিয়ে নিয়েছিল জঙ্গলমহলের একাংশ মানুষ। ঝাড়গ্রাম এবং পুরুলিয়া দুটি লোকসভা কেন্দ্রই তৃণমূলের হাতছাড়া হয়। এই পরিস্থিতিতে একদা জনগণের কমিটির নেতা ছত্রধর মাহাতোর ওপরেই ভরসা করেছিলেন তৃণমূল নেত্রী। তাঁকে রাজ্য সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়ে মূলত জঙ্গলমহলের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়।

অপরদিকে রাজধানী এক্সপ্রেস ছিনতাই ও সিপিএম নেতা খুনের তদন্তে এনআইএ গত ১৬, ১৮, ২২ মার্চ NIA ছত্রধরকে হাজিরা দিতে নোটিশ পাঠিয়েছিল। কিন্তু হাজিরা দেননি তিনি। এরপরই আদালতের নির্দেশ মেনে আজ তাঁকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থা।  ৪০ জনের একটি দল লালগড়ে তাঁর বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলেই দাবি তৃণমূল নেতার ছেলে ধৃতিপ্রসাদের। তাঁর দাবি, ছত্রধরের চারজন নিরাপত্তারক্ষীকে সরিয়ে কার্যত জোর করেই তুলে নিয়ে গিয়েছে এনআইএ আধিকারিকরা। ধৃতিপ্রসাদের আরও দাবি কোনও রকম গ্রেফতারি পরোয়ানা দেখানো হয়নি। উল্লেখ্য, ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর গ্রেফতার হয়েছিলেন ছত্রধর মাহাতো।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.