সংসদের অধিবেশন বন্ধ রাখার আর্জি তৃণমূলের, খারিজ করলেন অধ্যক্ষ

সোমবার অর্থাৎ আজ রাজ্যসভার সংসদে বাজেট অধিবেশন চলছিল। তবে অধিবেশন শুরুতেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে হুলস্থূল পরে যায় রাজ্যসভায়। পরিস্থিতির জেরে শেষমেষ সংসদের অধিবেশন কিছু সময়ের জন্য মুলতবি রাখতে হল। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও রান্নার গ্যাসের দাম নিয়ে যে দল বেশি সরব হয়েছে, সেই তৃণমূলই অবশ্য সাময়িক বিরতি চেয়েছে অধিবেশনে। তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন ও সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি চিঠি দিয়ে আবেদন জানান, ভোটপ্রচারের জন্য তৃণমূলের বেশিরভাগ সাংসদই এখন বাংলায়। তাই আপাতত এই অধিবেশন মুলতুবি ঘোষণা করা হোক। কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। সম্প্রতি পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের অস্বাভাকিক দাম বাড়ছে। যার জেরে বিরোধী  দলের নেতা নেত্রীরা  রাস্তায় নেমেছে প্রতিবাদে। 

 

সোমবার কলকাতায় পেট্রোলের দাম ৯১.৫ টাকা। ডিজেলের দাম ৮৪.৩৫ টাকা প্রতি লিটার এবং রান্নার গ্যাসের সিলিন্ডার পিছু দাম ৮৪৫.৫০ টাকা। বেশ কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ই-স্কুটার নিয়ে নিজের কালীঘাটের বাড়ি থেকে নবান্নে যাতায়াত করে প্রতিবাদ করেন। গতকাল কলকাতায় মোদির ব্রিগেড সমাবেশ ছিল। এর পাশাপাশি উত্তরবঙ্গে সফরে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে রাস্তায় নামেন তৃণমূল নেত্রী। গ্যাস সিলিন্ডার নিয়ে মিছিল করেন তিনি শিলিগুড়ির রাস্তায়। অন্যদিকে আজ রাজ্যসভার সংসদে এই পেট্রল ও রান্নার গ্যাসের দাম নিয়ে হৈচৈ পরে যায়। শেষমেষ রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু জানান, প্রথম দিনে কোনও চরম পদক্ষেপ নিচ্ছিনা। যদিও তৃণমূল সাংসদের চিঠিকে নস্যাৎ করেছেন বেঙ্কাইয়া নাইডু। অধিবেশনে ঝামেলা সৃষ্টি হওয়ার জেরে অধিবেশন রাখা হল মুলতবি।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post