বিশ্ব নারী দিবসে এবার বিরাট কোহলি নতুন ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে সদ্যজাত সন্তান কোলে স্ত্রী অনুষ্কা। বিরাট পত্নী মেয়ে ভামিকার সাথে খুনসুটি করছেন। যদিও ছোট্ট ভামিকার মুখ দেখা যাচ্ছে না ওই ছবিতে। সন্তান জন্মানোর পর বিরাট-অনুষ্কা দুজনেই জানিয়েছিলেন যে তাঁরা কোনোভাবেই সন্তানের মুখ সামনে প্রকাশ করবেন না। সেই কারণেই বিরাট চুপিসারে অনুষ্কাকে হাসপাতাল থেকে নিয়ে আসেন বাড়িতে। এরপর বিরাট তার মেয়ের নাম সবার সামনেই প্রকাশ করলেও সোশাল মিডিয়ায় কোনও ছবি দেননি। সোমবার নারীদিবস উপলক্ষে বিরাট কোহলি, স্ত্রী অনুষ্কা ও তাঁদের মেয়ের ছবি পোস্ট করলেও তাতে নেটিজেনদের কৌতুহল মিটল না।
একইভাবে নারী দিবসেই আরেক স্টারকিড সইফ-করিনার সদ্যজাত ছেলের ছবি নিয়েও কৌতুহল সামাজিক মাধ্যমে। তাঁদের বড় ছেলে তৈমুর যখন ছবি শিকারীদের কাছে সুপারহিট তখন সইফিনার সদ্যজাত সন্তানের কোনও ছবিই প্রকাশিত হয়নি। এদিন কারিনা কাপুর খান অবশ্য একটি ছবি দিলেন ইনস্টাগ্রামে, তবে সেটাতেও সদ্যজাত ছেলের মুখ দেখা যাচ্ছে না। সাদাকালো ওই ছবিতে দেখা যাচ্ছে পলকা ডটেড ব্ল্যাঙ্কেটে জড়ানো একরত্তি শিশু নিশ্চিন্তে মা কারিনা কাপুর খানের কোলে মাথা রেখে ঘুমোচ্ছে। এই ছবির সঙ্গেই অভিনেত্রী লিখেছেন, ‘মহিলারা পারেননা এমন কাজ নেই। আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা এবং আমার ভালোবাসা’। দুই সেলিব্রেটি জুটির সদ্যজাতের দুটি ছবিই এই মুহুর্তে সোশাল মিডিয়ায় ভাইরাল।
Post a Comment
Thank You for your important feedback