কলকাতায় ‘লিড’ বজায় রাখতে জরুরী বৈঠকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তার আগে বৃহস্পতিবার তৃণমূল ভবনে দলের কো অর্ডিনেটরদের সঙ্গে  চূড়ান্ত বৈঠকে বসলেন তৃণমূলের শীর্ষ নেতারা। বৈঠকে উপস্থিত পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সী, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ভোট কুশলী প্রশান্ত কিশোর (পিকে)। এছাড়া রয়েছেন কলকাতা পুরসভার সমস্ত ওয়ার্ডের কো অর্ডিনেটররা।  মূলত ১৪৪ টি ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে কলকাতা জোনের মোট ৫১ টি বিধানসভা আসনের ভোট নিয়ে আলোচনা হচ্ছে। যদিও বিগত লোকসভা নির্বাচনে কলকাতায় বিজেপি সেভাবে দাগ কাটতে পারেনি। তাই একুশের বিধানসভায় কলকাতা নিয়ে যথেষ্ট আশাবাদী শাসকদল তৃণমূল।

 তবে রাজ্যে দিনে দিনে রাজ্যে প্রভাব বিস্তার করছে বিজেপি। তাঁদেরও তীক্ষ্ণ নজর কলকাতা জোনের দিকে। কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় দল বদলে এখন বিজেপিতে। তাঁকেই কলকাতা জোনের দায়িত্ব দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সাংগঠনিক বিষয়ে যথেষ্ঠ অভিজ্ঞ শোভনবাবু ইতিমধ্যেই অনেকগুলি বৈঠক করেছেন। ফলে কলকাতা নিয়ে সাবধানী তৃণমূল নেতৃত্ব। অপরদিকে গত লোকসভার ফলাফলে মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র ভবানীপুরে অনেকটাই পিছিয়ে পড়েছিল তৃণমূল।

তাই সেই দিকে বিশেষ নজর দিতে আজ সমস্ত ওয়ার্ডের কো অর্ডিনেটরদের সঙ্গে আজ এই বৈঠক। ভবানীপুরের দিকে ইতিমধ্যে জোরদার প্রচারকাজ চলছে। শোনা যাচ্ছে এবারে বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর বিধানসভায় টিকিট পেতে পারেন। সবমিলিয়ে এখন দেখার তৃণমূলে চূড়ান্ত প্রার্থীর তালিকায় কার কার নাম থাকতে পারে। তৃণমূল সূত্রের খবর, বৈঠকে তৃণমূলের পতাকা দিয়ে নিজের নিজের এলাকা মুড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিদায়ী কাউন্সিলরদের। প্রতি ওয়ার্ডে ১০০০ করে পতাকা দেওয়া হল। প্রতিটি ওয়ার্ডে দলীয় নেতৃত্বকে সংহতি রক্ষা করে কাজ করার নির্দেশও দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এলাকায় প্রভাব বজায় রাখতেই দলীয় পতাকায় মুড়ে দেওয়ার নির্দেশ বলে সূত্রের খবর।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post