মুসলিম মহিলাদের বোরখা থেকে মুক্তি দিতে সরব উত্তরপ্রদেশের মন্ত্রী

তিন তালাকের মত এবার মুসলিম মহিলাদের বোরখা নিয়ে আপত্তি জানালেন উত্তরপ্রদেশের মন্ত্রী আনন্দরতন শুক্লা।  তিন তালাকের পর মেয়েদের এই বোরখা পড়ার রীতিকে নিয়ে ঘোরতর আপত্তি জানালেন তিনি। উত্তরপ্রদেশের মন্ত্রী আনন্দরতন শুক্লা চান মুসলিম মেয়েদের এই বোরখা  পড়া থেকে মুক্তি  দিতে। প্রসঙ্গত জঙ্গি হামলার কারণে এই মুখঢাকা পোশাক নিষিদ্ধ করা হয়েছিল ইউরোপের বহু দেশে। সম্প্রতি মুখ ঢাকা পোশাক  নিষিদ্ধ করা হয়েছে সুজারল্যান্ডেও। এর পরে নিষিদ্ধকরণের ছবি অর্থাৎ মহিলাদের বোরখা পড়া মুখ ঢাকা ছবি ছিল দেওয়াল জুড়ে। মহিলাদের এই পোশাক পড়া নিয়ে একদিকে যেমন প্রতিবাদে সরব হলেন উত্তরপ্রদেশে মন্ত্রী।

 

অন্যদিকে বেশ কিছুদিন আগে আজানের শব্দ লাউডস্পিকারে বাজায় কাজের ভঙ্গ হওয়ায় জেলা প্রশাসককে একটি চিঠি দিয়েছিলেন তিনি। এমনকি এই শব্দ নিয়ন্ত্রণে আদালত পদক্ষেপ নিক সে নিয়েও সচেষ্ট হয়েছিলেন। এবার মেয়েদের বোরখা পড়ার প্রথা নিয়ে সরব হলেন উত্তরপ্রদেশের মন্ত্রী আনন্দরতন শুক্লা। তিনি বলেন, ”মুসলিম মহিলারা তিন তালাকের মতো বোরখার থেকেও মুক্ত হবেন। একটা সময় আসবে যখন তাঁরা এর থেকে মুক্ত হবেন। বহু মুসলিম দেশেই কিন্তু বোরখা পরা নিষিদ্ধ। এই প্রথাকে ‘অমানবিক ও কুপ্রথা’ আখ্যা দিয়ে মুক্ত চিন্তার মানুষদের কাছে তাঁর আর্জি সকলে মিলে মুসলিম মহিলাদের এই প্রথা থেকে মুক্তি দিতে এগিয়ে আসুন।
 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post