পথে পথে বাম


 

না কোনও জনসভা এর নয়, এবার পথে পথেই প্রচার সারছেন বাম প্রার্থীরা। দু ভাবে ভাগ করে প্রচার করছে তারা, প্রথমত প্রার্থী হাঁটা পথে এলাকায় এলাকায় যাবেন। দ্বিতীয়ত পার্টি কর্মীরা ভোটারদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন। বক্তব্য পরিষ্কার হাতে হাতে কাজ, সাম্প্রদিকতার বিরুদ্ধে লড়াই এবং আরও একবার ক্ষমতায় ফিরলে কাজ করার প্রতিশ্রুতি। সুজন চক্রবর্তীরা বলছেন, যা জনসভা তা তো ব্রিগেডে হয়ে গিয়েছে আবার জনসভার দরকার কি? হাতে থাকছে সেই পুরোনো দিনের মতো কাজ করার হ্যান্ডবিল। তাঁদের বক্তব্য, একবার দেশের প্রধানমন্ত্রী ব্রিগেড করার পর তাঁকে পথসভা করতে হচ্ছে কেন?
তবে বাম কংগ্রেসের মূল টার্গেট ২০২৬, এবারে তারা প্রস্তুতি লড়াই লড়ছে বলে সূত্র মারফত খবর। যদিও সন্ধ্যার পর এলাকায় পথসভা তারা করছে। তাদের বক্তব্য, চৈত্রের কাঠফাটা রোদে দুপুরে সভা করে মানুষকে কষ্ট দেওয়া কেন? অবশ্য এরপর দিল্লির নেতারা আসলে জনসভা তাদেরও করতে হবে। যুব সিপিআই নেতা কানহাইয়া কুমার অবশ্য বিভিন্ন অঞ্চলে প্রচারে যাচ্ছেন, সেখানে ভিড় হচ্ছে বিস্তর।  
 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.