কয়লা কাণ্ডে সোমবার ব্যবসায়ী অমিত আগরওয়ালকে ডেকে পাঠাল সিবিআই। সঙ্গে অন্ডাল থানার প্রাক্তন আইসিকেও ডেকে পাঠানো হল। সোমবার অর্থাৎ আজ নিজাম প্যালেসে তাঁদের হাজির থাকতে বলা হয়েছে। কয়লা পাচার কাণ্ডের গতিপ্রকৃতি যেভাবে বেড়ে চলেছে তাতে ছোট থেকে বড় পুলিশ প্রশাসনের কর্তাদের নাম উঠে আসছে। মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে যোগসূত্র রয়েছে এমন সকলকেই জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই তদন্তকারীরা। যদিও অনুপ মাঝি এখনও অধরা। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, এই কয়লা পাচারের টাকা পৌঁছেছে প্রভাবশালী ব্যক্তিদের কাছে। সিবিআই সূত্রের খবর, মূল অভিযুক্ত লালার সঙ্গে ব্যবসায়ী অমিত আগরওয়ালের একটা সম্পর্ক আছে। যার কারণ লালার কাছ থেকে কয়লা যেত অমিতের কোম্পানিতেও। তাতে মদত ছিল অন্ডাল থানার প্রাক্তন আইসি-র। ফলে তাঁকেও জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই। এর আগে একাধিক পুলিশ অফিসার ও পুলিশকর্মীদের জিজ্ঞাসাবাদ হয়েছে। কয়লা পাচার নিয়ে সিবিআইয়ের পাশাপাশি ইডিও তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করা হয়েছে। এবার বিনয় ও লালার খোঁজে জোর তল্লাশি শুরু করেছে সিবিআই।
Thank You for your important feedback