দ্বিতীয় দফার ভোটের আগে আচমকা এই কেন্দ্রে প্রার্থী বদল করল তৃণমূল

বঙ্গে দ্বিতীয় দফার ভোটের আগে আচমকাই মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে ঘোষিত প্রার্থীকে বদল করল শাসকদল। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। উত্তরবঙ্গের দার্জিলিং জেলার অন্তর্গত এই মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে তৃণমূল টিকিট দিয়েছিল বিজেপি থেকে আসা নলিনীরঞ্জন রায়কে। তিনি বিজেপির বুদ্ধিজীবী সেলের অন্যতম সদস্য ছিলেন। উত্তরবঙ্গের তৃণমূল নেতা গৌতম দেবের হাত ধরেই তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর তাঁর নামে দেওয়াল লিখন শুরু হয়েছিল। পাশাপাশি তিনি প্রচারও শুরু করেছিলেন। কিন্তু আচমকাই প্রার্থী বদল করে এবার এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করল রাজেন সুন্দাসকে। তিনি আবার বিমল গুরুং ঘনিষ্ট। মূলত ভোটবাক্সের কথা মাথায় রেখেই তাঁকে প্রার্থী করা হল। তবে স্থানীয়ভাবে জানা যাচ্ছে, মাটিগাড়া-নকশালবাড়ি এলাকায় প্রার্থী নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল। সেটা সামাল দিতেই প্রার্থী বদল করা হল বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। নতুন প্রার্থী সোমবারই মনোনয়ন জমা করতে পারেন। উল্লেখ্য, এর আগেই কয়েকটি বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল করেছে তৃণমূল। আমডাঙা, অশোকনগর, দুবরাজপুর এবং কল্যাণী কেন্দ্রের প্রার্থী বদল করেছিল শাসকদল।



 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.