‘উন্নয়নের লড়াইয়ে দশ গোলে হারাব’, চ্যালেঞ্জ অভিষেকের

মঙ্গলবার বারবেলায়ে দক্ষিণবঙ্গ রাজনীতির ভাষণে সরগরম। বিজেপির 'পোস্টার বয়' যোগী আদিত্যনাথ ভাষণ শেষ করলেন তো আরেক প্রান্তে পুরাতন ডাইরি খুলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। আক্রমণ শুরু করলেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ শেষ করলেন তো শুরু করলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আজ পুরুলিয়া চষে ফেলে তিন তিনটি জনসভা করলেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অভিষেকই দ্বিতীয় মুখ তৃণমূলের।


জনসভায় অভিষেক প্রথমেই দাবি করেন, প্রচুর মানুষ এসেছেন এই চৈত্রের গরমে। তাঁদের ধন্যবাদ জানিয়ে প্রাথমিকভাবে কি করেছে তাঁদের সরকার তার বিবরণ দেন। তারপরই খোলস ছেড়ে বেড়িয়ে আক্রমণ শানান বিজেপির বিরুদ্ধে। তিনি বলেন, ভুল করেছেন লোকসভায় বিজেপিকে ভোট দিয়ে। এই দু বছরে তাদের সাংসদ কিছুই করেননি এলাকার জন্য। অথচ মমতার সরকার অনেক কিছুই করেছে। তিনি সরাসরি মমতা এবং মোদির তুলনা টেনে আনেন নিজের ভাষণে। জানান, উন্নয়নের হিসাব হোক, দশ গোলে হারাব।  

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post