ভোটের মুখে ফের শাসকদলে তারকা যোগ। এবার তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। একের পর এক অভিনেতা অভিনেত্রীরা যোগ দিচ্ছেন রাজনীতিতে। একুশের ভোটে এটাই এখন ট্রেন্ড। টলিপাড়ায় চলছে রাজনীতির রঙ খেলা। কেউ যাচ্ছেন জোড়া ফুল শিবিরে আবার কেউ যাচ্ছে পদ্মফুল শিবিরে। বামপন্থী মঞ্চেও কয়েকজনকে দেখা গিয়েছে। এরমধ্যেই বুধবার তৃণমূল ভবনে দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু এবং সুব্রত মুখোপাধ্যায়ের হাত থেকে শাসকদলের পতাকা তুলে নিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এরপরই অভিনেত্রী শুনিয়ে দেন, তৃণমূলের রাজনৈতিক স্লোগান ‘বাংলা নিজের মেয়েকেই চায়’।
তৃণমূল কংগ্রেসে যোগদানের পর অভিনেত্রী জানান, তৃণমূলে যোগদান করে খুবই আনন্দিত বোধ করছি। দল আমাকে সুযোগ দিয়েছে, মানুষের সেবা করার, নেত্রীকে অনেক ধন্যবাদ। তৃণমূলে যোগ দেওয়ার আগেও আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলাম, আছি আর থাকবো। আজ অর্থাৎ এখন থেকে কথা দিলাম মানুষের পাসে দাঁড়াবো, জানালেন সায়ন্তিকা। বিধানসভা নির্বাচনের আগেই দামামা বেজে উঠেছে। বেশকিছুদিন আগেই তৃণমূলে যোগদান রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, সায়নী ঘোষের মতো টলি তারকারা। এদের দলেই নাম লেখালেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, তৃণমূলের প্রার্থী তালিকায় নাম থাকতে পারে এই তারকাদের।
Post a Comment
Thank You for your important feedback