ফের ঘূর্ণি পিচের পুর্বাভাস

আগের দুটি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘূর্ণি পিচ বানিয়ে জয় পেয়েছিল ভারত। যদিও আহমেদাবাদ টেস্টের পর সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল বিশ্বজুড়ে। স্যার ভিভ রিচার্ডসকেও বক্তব্য রাখতে দেখা গিয়েছিল, অবশ্য তিনি ভারতের পক্ষেই রায় দিয়েছেন। কিন্তু আইসিসি-র একটা নিয়ম আছে, কোনও মাঠ যদি খেলার অনুপযুক্ত হয় এবং কোনও বিদেশি দল যদি প্রতিবাদ করে তবে ওই মাঠ ভবিষ্যতে খেলার মাঠ হিসাবে ব্ল্যাক লিস্টেড অবধি হতে পারে। জানা যাচ্ছে ইংলিশ ক্রিকেট বোর্ড নাকি এই অভিযোগ জমা করেছে। তার ফল কি হবে তা এখনও জানেনা ভারতীয় ক্রিকেট বোর্ড।


এরমধ্যেই ভারতের সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে ইঙ্গিত দিলেন, যে ফের ঘূর্ণি পিচেই খেলা হবে। আগের টেস্টে রোহিত শর্মা ছাড়া কেউই রান পাননি। মাত্র দুই দিনেই শেষ হয়েছিল আস্ত টেস্ট ম্যাচ। ইংল্যান্ডের ক্রিকেটাররা তাৎপর্যপূর্ণ ভাবে পিচ নিয়ে কোনও কথা বলেনি। রহস্যময় কারণ আইপিএল-এ খেলা, যা কিনা সারা জীবনের রোজগার দিতে পারে তিনটি সিজন খেললেই। অতএব মুখে কুলুপ।     

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.