ফের জার্মানিতে লকডাউন

 
একদিকে হু হু করে বাড়ছে সংক্রমণ।অন্যদিকে প্রতিষেধকের সংকট। এবার লক ডাউনের পথে হাটছে জার্মানি। দেশের ১৬টি প্রদেশের প্রশাসনিক কর্তাদের সঙ্গে দীর্ঘ ভিডিয়ো বৈঠকের পরে মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। এদিকে ২৮ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত  একমাস লকডাউন মেয়াদের কথা ভাবা হল. ১ থেকে ৫ এপ্রিল ইস্টারের সময়ে পাঁচ দিন কড়া ভাবে লকডাউন বিধি বলবৎ করা হবে। ওই পাঁচ দিন সমস্ত দোকানপাট, বাজার, দফতর বন্ধ থাকবে। কোনও রকম জমায়েত বন্ধ রাখতে হবে। ধর্মীয় কার্যকলাপ অনলাইনেই চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। বাকি দিনগুলোয় বিধি মেনে জরুরি পণ্যের দোকান খুলবে। তবে বিনোদন, ক্রীড়া এবং সাংস্কৃতিক কেন্দ্রগুলি ১৮ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে। ইউরোপীয় ইউনিয়নে সবচেয়ে জনবহুল দেশ জার্মানি। সেখানে রীতিমত বাড়ছে সংক্রমণ। জার্মানির পরিস্থিতি রীতিমত গুরুতর। তাই বলাই যায় লক ডাউনের পথে হাটছে জার্মানি।


 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.