বাংলা দখলে কেন মরিয়া মোদি,শাহরা ?



 

 


সর্বশক্তি নিয়ে বিজেপির ফ্রন্ট লাইন নেতারা কেন এতো ব্যাকুল, উঠছে প্রশ্ন ? প্রায় রোজই অমিত শাহ বা নাড্ডা আসছেন রাজ্যে, সাথে যোগী থেকে শুরু করে আড়াই ডজন প্রথম সারির নেতারা | আজ অবধি কোনও প্রধানমন্ত্রী একটি রাজ্য নিয়ে এতো ভাবনা দেখা যায় নি | প্ল্যান এ প্ল্যান বি থেকে প্ল্যান জেড অবধি লড়ে যাবেন তাঁরা, যে ভাবেই হোক বাংলা চাই | একই ভাবে তাঁদের ভাবনার মধ্যে নেই কেরালা, তামিলনাড়ু কিংবা পুদুচিরি নিয়ে | ভাবনা রয়েছে আসাম ফেরত নেওয়ার হলেও খুব একটা সেখানে প্রচারে যাচ্ছেন না মোদি টীম | কিন্তু কারণ কি ?
এবারের বাংলা নির্বাচনে কংগ্রেস বাম বাদে দেশের সমস্ত রাজনৈতিক দল আজ মমতাকে সমর্থন করছে এমনকি কংগ্রেসের একটি অংশও মমতার পাশে | নীতীশকুমারও মমতার বিরুদ্ধে প্রচারে অনাগ্রহ জানিয়েছেন | এই সমস্ত দল মনে প্রাণে চাইছে মোদি যেন কোনও ভাবে বাংলা দখল করতে না পারেন | আজ যদি বাংলা তৃণমূলের হাতছাড়া হয়ে যায় তবে তার প্রতিফলন পরবে অন্য রাজ্যে | কেন্দ্র আরও কড়া মনোভাব নেবে তাঁদের অর্থনীতিতে | কিন্তু মমতা যদি জিতে যায় তবে দিল্লির কৃষি আন্দোলন আরও মাথা চাড়া দিয়ে উঠবে, এবং তাঁর প্রতিফলন পরবে গো-বলয়ে | তখন চাপ পরবে বিহারে, স্বমূর্তি ধারণ করবেন নীতিশ | উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ,হারিয়ানাতে ভাঙ্গন লাগবে | সেই চাপ বাড়াবে কৃষি আন্দোলন |                

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post