আলিয়া ভাট, বলিউড পরিচালক মহেশ ভাটের কন্যা। বলিউডে তাঁকে সাহসী অভিনেত্রী হিসেবে যেমন দেখেছে, তেমনই ঠোঁটকাটা বলেও চিনেছে। তবে ইদানিং তাঁকে পাওয়া যাচ্ছে সোশাল মিডিয়ায় উত্তাপ ছড়াতে। লাস্যময়ী অভিনেত্রী সাহসী ছবিতে ভড়িয়ে দিচ্ছেন সোশাল মিডিয়ার প্ল্যাটফর্ম। তাঁর পরবর্তী সিনেমা নিয়ে এই মুহূর্তে জোর জল্পনা চলছে। তারমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হল আলিয়ার কিছু পুরোনো ছবি। বিশেষ করে তাঁর বিকিনি পড়া কয়েকটি উষ্ণ ছবি। দিন কয়েক আগে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়ে ছবিগুলি শেয়ার করেছিলেন আলিয়া। সেই ছবিই নতুন করে শেয়ার করে আলিয়া এবার লিখলেন, ‘এটা জীবনের সেরা দিন ছিল’। আর ছবিটি শেয়ার করার পরই নতুন করে ভাইরাল হল। অনেকেই আলিয়াকে মৎসকন্যা বা অপ্সরার সঙ্গে তুলনা করছেন। উল্লেখ্য, ১৯০০ সালের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে তেলেগু ছবি 'আরআরআর' (RRR)। এই ছবির ফার্স্ট লুক সামনে আসার পর আলিয়াকে নিয়ে জল্পনা আরও বেড়েছে।
Thank You for your important feedback